ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা ও মানচিত্র উপহার দিয়েছেন, তার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীদের উন্নয়ন নিয়ে চিন্তা করেছেন কারণ দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী, তাদেরকে বাদ দিলে উন্নয়ন পিঁছিয়ে পড়বে। তাই তিনি দেশের নারী সমাজের সম্মাণ ও ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আজ দেশের সকল ক্ষেত্রেই নারীরা বহুমাত্রিক ভূমিকায় সমৃদ্ধ হয়েছেন। নারীদের এগিয়ে রাখতে বিধবা ভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানামূখি কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। না হলে দেশ রসাতলে যাবে।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে ০৪ নভেম্বর শনিবার বিকেলে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগে কেউ অসুস্থ হলে ফেনী শহরে যেতে হতো, বর্তমানে কমিউনিটি ক্লিনিকে মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। গর্ভবতী নারীরা গর্ভকালীন ও প্রসবকালীন চিকিৎসা সেবা গ্রামেই পাচ্ছেন। মায়ের ও শিশু মৃত্যুর হার কমেছে। এ পদক্ষেপ কে নিয়েছেন জননেত্রী শেখহাসিনা নিয়েছেন। এভাবে নারীদেরকে উন্নয়নের ধারায় এগিয়ে এনেছেন, এজন্য বাড়ী বাড়ী গিয়ে সবাইকে কাজ করতে হবে।
জাহান আরা বেগম সুরমা বলেন, ফেনী–২ আসনে নিজাম উদ্দিন হাজারী এমপি থাকায় ফেনীর জনপদে আপনারা ও আপনাদের মেয়েরা ইভটিজিং এর শিকার হন না, নারীরা নিরাপদে পড়ালেখা ও কর্মজীবন অতিবাহিত করছেন। নিজাম হাজারীর প্রচেষ্টায় ফেনীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট পাকাকরণ, স্কুল কলেজ উন্নয়নের বিষয়টি আজ সবার সামনে দৃশ্যমান। নিজাম উদ্দিন হাজারী আপনাদের সবার জন্য সালাম পাঠিয়েছেন; উপহার পাঠিয়েছেন। আপনারা নিজাম হাজারীর জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে তাকে নৌকা প্রতিকে ভোট দেবেন। তিনি আগামীতে এমপি নির্বাচিত হলে আপনাদের কোন চাওয়া অপূর্ণ থাকবে না।
পাঁচগাছিয়া ইউনিয়ন ০১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি বিবি কুলসুমের সভাপতিত্বে ও ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য মারিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম শাহীন, জেলা যুব মহিলা লীগের সহ–সভাপতি ফাহমিদা আক্তার মিষ্টি, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নূর নাহিদা তানজিন ঐশী, পাঁচগাছিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেনা আক্তার, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ইয়াসিন আক্তার প্রমুখ। সমাবেশ সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন।
পরে সমাবেশে আগত সকল নারীকে নিজাম উদ্দিন হাজারী এমপির পক্ষ থেকে বিছানার চাদর উপহার দেয়া হয়।
উল্লেখ্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে মহিলা সমাবেশ ও মহিলাদের মাঝে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর উপহার পৌঁছে দিতে এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারণ মহিলাদের মাঝে তুলে ধরতে এ মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
আবদুল্লাহ মামুন/ আল / দীপ্ত সংবাদ