জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। রাষ্ট্রীয়ভাবে এবার তৃতীয়বারের মত শেখ রাসেল দিবস পালন করা হচ্ছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা–মার সাথে শেখ রাসেলকেও হত্যা করে ঘাতকরা। কিন্তু তারা জাতির পিতার কনিষ্ঠ পুত্রের স্বপ্নকে হারাতে পারেনি। এখন লাখো শিশুর মাঝে আরও উজ্জ্বল হয়ে বেঁচে আছে রাসেল।
বন্দীদশা থেকে মুক্ত স্বদেশে ফিরে, কনিষ্ঠ পুত্রকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন জাতির পিতা। শেখ রাসেলের জন্মের পরপরই বঙ্গবন্ধুর ঠিকানা ছিল কারাগার। তাই স্বাধীনতার পর পিতা মুজিব শিশু সন্তানকে সবসময় কাছে রাখতেন। দলীয় সভা কিংবা বিদেশ সফরে রাসেল বাবার সঙ্গ উপভোগ করতো।
বঙ্গবন্ধু তাঁর ছোট ছেলেকে চোখের আড়াল করতেন না। তাই ১৯৭৫ সালের ২৯ জুলাই শেখ হাসিনা ও শেখ রেহানার বিদেশ যাত্রায় রাসেলকে যেতে দেননি। কিন্তু দুই সপ্তাহ পরই জাতির পিতার ধানমন্ডির বাড়িতে ঘটে নারকীয় ঘটনা।
১৫ আগস্টের ঘাতকরা কতটা নৃশংস–অমানবিক ছিল শেখ রাসেলের বুলেটবিদ্ধ ছোট্ট শরীরই তার প্রমাণ।
এসএ/দীপ্ত নিউজ