স্থলপথে আমদানি–রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে সিলেট জেলার বিয়ানীবাজারে ‘শেওলা স্থলবন্দর’ উদ্বোধন করা হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বুধবার (৭ জুন) বিকেলে উপজেলার কোনাগ্রাম সীমান্তে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত শেওলা স্থলবন্দরটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে শেওলা স্থল বন্দর প্রাঙ্গণে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীরের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সারোয়ার আলম ও সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান।
উল্লেখ্য ‘শেওলা স্থলবন্দর’ উদ্বোধনের মাধ্যমে ১৫ তম স্থল বন্দরের কার্যক্রম শুরু হলো। এর ফলে বৈদেশিক বাণিজ্যে বিপুল গতি সঞ্চার হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।
শেওলা স্থলবন্দরটি নির্মাণে প্রথম পর্যায়ে ব্যয় হয়েছে ১৩৮ কোটি টাকা। ২২ একর জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, ওপেন ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, ট্রান্সশিপমেন্ট শেড, দুটি ওয়্যারহাউজ, মাল্টি এজেন্সী সার্ভিস ভবন, ডরমিটরী ভবন, বন্দরের ড্রেনেজ ব্যবস্থা, টয়টেল কমপ্লেক্স ও বিশ্রামাগার, অগ্নিনির্বাপন ব্যবস্থা, দুটি ডিজিটাল ওয়েব্রীজ স্কেল নির্মাণ করা হয়েছে।
ইভান/এমি/দীপ্ত নিউজ