বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ৫টি আসনে উপনির্বাচন হবে ১ ফেব্রুয়ারি। রবিবার তফসিল ঘোষণা করে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, সব আসনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। তবে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে কি না, সেই সিদ্ধান্ত হয়নি।
গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন, বিএনপির সাত সংসদ সদস্য। ওইদিনই ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ এই পাঁচটি আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে, জাতীয় সংসদ সচিবালয়। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভা করে, কমিশন। এতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসিয়ে কেন্দ্র থেকে তা পর্যবেক্ষণ করে কমিশন। ইসির এই উদ্যোগের প্রশংসা করেন, অনেকেই। তবে বিএনপিরর শূন্য হওয়া আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরা থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি।
কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে।