১৪
আজ থেকে শুরু হয়েছে পটুয়াখালীর অভয়াশ্রম খ্যাত তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার। সোমবার (১ মে) রাত বারোটা থেকেই জাল এবং ট্রলারসহ এ নদীতে মাছ শিকারে গেছেন জেলেরা।
এতে অনেকটা স্বস্তি ফিরেছে জেলা পরিবারের মাঝে। ইতোমধ্যে সোমবার সকাল থেকে অনেকেই তীরে ফিরেছেন ইলিশ নিয়ে। তবে জেলেদের জালে কাংখিত ইলিশ ধরা না পড়লেও এবছর এ নদীতে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পরার আশা ব্যক্ত করেছেন জেলা মৎস্য বিভাগ।
গত ২৮ ফেব্রুয়ারী থেকে মৎস্য সম্পদ উন্নয়নে তেঁতুলিয়া নদীর ১ শ‘ কিলোমিটারসহ দেশের ৫ অভয়াশ্রমে মাছ ধরার উপর ২ মাসের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
আফ/দীপ্ত সংবাদ