শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

শুরু হলো পিকেএসপির পথচলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশে ক্রিকেটের মানোন্নয়ন আর ক্রিকেট শিক্ষাকে আরও বড় পরিসরে নিতে চলতি মাসেই যাত্রা শুরু করেছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানপিকেএসপি।

ঢাকার অদূরে নারায়নগঞ্জের রূপগঞ্জে এ সম্পূর্ণ ক্রিকেট কমপ্লেক্স থেকে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরির স্বপ্ন এখানকার কোচদের। এবারের বিপিএল শুরুর আগে কয়েকটি ফ্রাঞ্চাইজি অনুশীলনও করে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। এরপরই আলোচনায় এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি।

৬২ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা পিকেএসপি। এ মুহূর্তে ৩২টি উইকেটে শিক্ষার্থীরা অনুশিলনের সুযোগ পেলেও শিগগিরই তা বেড়ে দাঁড়াবে ৪৮টিতে। নানা কন্ডিশনের কথা মাথায় রেখেই ভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে। একাধিক পূর্ণাঙ্গ মাঠের পাশাপাশি আছে একাডেমী আর ইনডোর। সাথে আছে জিম আর সুইমিং সুবিধাও।

আরও পড়ুন: ফুটবলক্রিকেট উভয় বিশ্বকাপেই খেলেছেন যিনি

ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিকেএসপির আদলে পরিকল্পনা সাজালেও, প্রথম বছরেই মেলেনি নিবন্ধন। তারপরও আবাসিক হিসেবে ক্রিকেটার হতে যাত্রা শুরু করেছেন ৭০ জন কিশোর। তাদের স্বপ্নটাও বেশ বড়।

পিকেএসপি প্রধান কোচ সরোয়ার ইমরান জানান, ১ হাজার ২০০ শিক্ষার্থীর আবাসনসক্ষম এ প্রতিষ্ঠান ঘিরে প্রথম মাস থেকেই রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ। যা আগামীর দিনগুলোর জন্য স্বপ্ন দেখাচ্ছে।

দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে কোচিং করানো তারিক আজিজ খানের সাথে পিকেএসপিতে কোচ হিসেবে আছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগসহ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় ক্রিকেটার তৈরির লক্ষ্য প্রতিষ্ঠানটির

ভারত আর অস্ট্রেলিয়ার আদলে গঠন করা হয়েছে এখানকার ক্রিকেট একাডেমী। সেই সাথে অন্যান্য সুবিধাও বিশ্বের যে কোনো দেশের সাথে তুলনীয়।

আরও পড়ুন: আবারও ফিফা দ্য বেস্টপুরস্কার জিতলেন মেসি

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More