আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। প্রথম ম্যাচে শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটায় দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে, সন্ধ্যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। দুটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
জিতবে ঢাকা, পারলে ঠেকা– এই থিম নিয়ে বিপিএলের দশম মৌসুমে মাঠে নামতে প্রস্তুত ”দুর্দান্ত ঢাকা”। দলে তারকার ছড়াছড়ি না থাকলেও আছে বেশ কার্যকরী কিছু ক্রিকেটার। সবাই নিজেদের সেরাটা দিলে আর সময়মতো জ্বলে উঠতে পারলে, এবারের বিপিএলে অনেককেই চমকে দিতে পারে তিন বারের চ্যাম্পিয়ন এই দল।
চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে অধিনায়ক করেছে লিটন দাসকে। মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়দের পাশাপাশি পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানসহ আফগানিস্তানের রশিদ খানের মতো স্পিনারকে দলে ভিড়িয়েছে তারা।
আরও পড়ুন: পুরোপুরি ফিট তামিম; খেলবেন বিপিএলে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য অধিনায়ক বদলায়নি। গতবারের মতোই দায়িত্বে শুভাগত হোম। এবারের আসরে দলটি গুরুত্ব দিয়েছে বোলিং বিভাগে।
গতবারের রানারআপ সিলেটের সবচেয়ে বড় তারকার নাম মাশরাফী বিন মোর্ত্তজা। অবশ্য অধিনায়ক হিসেবে আস্থা রাখা হয়েছে মোহাম্মদ মিঠুনের ওপর। বিপিএলের নবম আসরে সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় তিন জনই সিলেটের। সেরা উইকেট শিকারি তিন বোলার এবারও সিলেট স্ট্রাইকার্সে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাথে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
আরও পড়ুন: বিপিএলের লভ্যাংশ ভাগাভাগি করবে না বিসিবি
এসএ/দীপ্ত নিউজ