৬৩
২১ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে, তিন দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার এবং বাংলাদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট সামিট।
রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।
রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল এবং ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশমূল্য ৩০ টাকা। তবে অনলাইনে রেজিস্ট্রেশন করলে শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
এসএ/দীপ্ত নিউজ