রাতে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩–২৪ মৌসুমের মূল পর্ব। দুই দশক পর প্রথমবার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া শুরু হবে এবারের আসর।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিসহ প্রথম দিনই মাঠে নামবে বার্সেলোনা, পিএসজি, এসি মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রাত একটায় ম্যান সিটির প্রতিপক্ষ সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেড।
সাম্প্রতিক ফর্ম আর দলের শক্তি বিবেচনায়, লিভারপুল, নটিংহাম ফরেস্টের পর তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপ সেরার মুকুট ধরে রাখার দাবিদার এবার সিটিজেনরা।
এদিকে, গত মৌসুমে স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধার করা বার্সেলোনাসহ, এবার স্পেনের পাঁচটি ক্লাব খেলছে মূল আসরে।
এসএ/দীপ্ত নিউজ