পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন তিনি। এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবেন না জাতীয় দলের এই ওপেনার।
এই চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে তার। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
দেবাশিষ জানিয়েছেন, ফিল্ডিং করতে গিয়ে ডান কুঁচকিতে ব্যথা পেয়েছেন জয়। তার সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।
জয়ের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হবে, সেটি এখনো জানাননি নির্বাচকরা। আগামীকাল রবিবার নিশ্চিত হওয়া যাবে এই ওপেনারের পরিবর্তে পাকিস্তান সিরিজে কে থাকবেন।
আল/ দীপ্ত সংবাদ