বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বুদ্ধপূর্ণিমা‘ আজ।
বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনেই বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন, বোধিলাভ করেন এবং মৃত্যুবরণ করেন। এই ৩ স্মৃতিবিজড়িত দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ এবং ‘বুদ্ধপূর্ণিমা‘ নামে পরিচিত।
‘বুদ্ধপূর্ণিমা‘ উপলক্ষ্যে দেশে রবিবার (১১ মে) সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হবে।
‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে ‘বুদ্ধপূর্ণিমা‘ হিসাবে পালন করেন বুদ্ধভক্তরা। গৌতম বুদ্ধের শিক্ষা ছিলো অহিংসা, শান্তি, সাম্য ও সহানুভূতি।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
এসএ