বর্তমানে টালিউড ইন্ডাস্ট্রিতে অঘোষিত রাজত্ব করছেন অভিনেতা দেব। গত ৪ আগস্ট ছিল ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দীর্ঘ ৯ বছর পর এক মঞ্চে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। নেচে, গেয়ে নজরকাড়া উপস্থিতি ভক্তদের উপহার দেন।
কিন্তু, এ অনুষ্ঠান ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়। ভক্তদের জন্য এক মঞ্চে পারফরম্যান্স করে ট্রল আর ব্যক্তিগত আক্রমণের শিকার হন এ জুটি। অনেকেই কটাক্ষ করতে থাকেন দেব–এর প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রী‘র স্বামী রাজ চক্রবর্তী নিয়ে।
সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা দেব।
রবিবার (৪ আগস্ট) রানা সরকারের প্রোডাকশন হাউজের ১৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, সে অনুষ্ঠানে টালি ইন্ডাস্ট্রির প্রায় সব তারকাই হাজির ছিলেন। উপস্থিত ছিলেন দেবও।
অনুষ্ঠানে দেব বলেন, ‘আমরা এত দিনের ঝগড়া–ঝামেলা মিটিয়ে ওইদিন মঞ্চে ছিলাম, এখনো আছি। আমরা জানি ছবিটা কী। কিন্তু অনেকেই একে অন্যভাবে দেখছেন। একটা সিনেমা কিংবা প্রোমোশন সম্পর্ক বদলে দিতে পারে না।‘
দেব আরও বলেন, ‘মঞ্চে আমরা এমন কিছু করিনি, যার মূল্য হবে ব্যক্তিগত আক্রমণ। দর্শকরা দেব ও শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, আমরা সেটাই রি–ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। একটা জগৎ তৈরি করেছিলাম, যেন নস্টালজিয়ার বিষয়টি ফিরে আসে। যখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, তখন সত্যিই খারাপ লাগছে। আমার যদিও এসব গায়ে লাগে না। তবে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়।
টালি তারকা আরও বলেন, সেদিন আমরা অভিনয় করিনি। দর্শকরা যারা দেব–শুভশ্রীকে বানিয়েছে, তারা যেন পূর্ণ হন সেই চেষ্টা করেছি। এটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি সত্যি ক্ষমা চাইছি। রাজ, শুভশ্রী, রুক্মিণী সবার কাছে ক্ষমা চাই। যা হয়েছে সত্যি দুঃখজনক।
সবশেষ দেব সোশ্যাল মিডিয়া ট্রলকারীদের উদ্দেশে বলেন, যারা ট্রল করছেন তারা চালিয়ে যান। কেননা, এতে আমার সিনেমাই আরও বড় হচ্ছে।
প্রসঙ্গত, দেব–শুভশ্রী সম্পর্ক ভাঙার মুহূর্তে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। ২০১৩ সালে এ সিনেমার কাজ শুরু হলেও এর সম্পূর্ণ কাজ শেষ হয় ২০১৫ সালে। অবশেষে দীর্ঘ ৯ বছর পর দেব–শুভশ্রী অভিনীত সর্বশেষ সিনেমা ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।
এসএ