যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। শুক্রবার শপথ নেবেন তিনি। যুক্তরাজ্যের সবচেয়ে কমবয়সী এই প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ বৃটেনের রাজার চেয়ে দ্বিগুণ। অর্থনীতির ছাত্র ঋষি প্রতিটি স্তরে সততা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা বজায় রেখে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করেন ঋষি সুনাক। এসময় কনজারভেটিভ পার্টির এই নেতাকে প্রধানমন্ত্রী নিয়োগ কোরে, তাকে সরকার গঠনের আহ্বান জানান রাজা। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গণমাধ্যমকে ঋষি সুনাক জানান, প্রতিটি স্তরে সততা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা বজায় রেখে কাজ করবেন তিনি। তিনি আরও বলেন, “করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাজ্য একটি কঠিন অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন হচ্ছে। এটি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবো। দেশ ও দলকে ঐক্যবদ্ধ করা আমার প্রথম কাজ”
৪২ বছর বয়সী ঋষি গত দুই শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ১৯৮০ সালে ব্রিটেনের সাউদাম্পটনে জন্ম নেয়া ঋষির বাবা-মা দুজনই ভারতীয় বংশোদ্ভূত। অর্থনীতির ছাত্র ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা ফ্যাশন ডিজাইনার। তিনি ভারতের বিখ্যাত আইটি প্রতিষ্ঠান ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির মেয়ে। ঋষি সুনাক দুই কন্যার পিতা।
ব্রিটিশ প্রধানমন্ত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে ধনী ব্যক্তি। যার সম্পদের মূল্য আনুমানিক ৭৩ কোটি পাউন্ড। যা বৃটেনের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার সম্পদের দ্বিগুণ। ঋষি ও তার পরিবারের বিপুল সম্পত্তির উৎস তথ্যপ্রযুক্তি সংস্থার ব্যবসা ও বেসরকারি বিনিয়োগ ফার্ম হেজ় ফান্ডের অংশীদারিত্ব।