শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ–বিপিএল। মাত্র তিনদিনের অনুশীলন, শিরোপা জয়ের মত প্রস্তুতিতে যথেষ্ট বলে মনে করেন গতবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ। বাকি দলগুলোও তীব্র শীতের মাঝেই অনুশীলন করেছে ,নিজেদের মধ্যে ম্যাচ খেলে।
পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠান নয়, অনুশীলনে নামার আগে, মাঠেই খেলোয়াড়দের পরিচয় হলো জার্সির সাথে। আসর শুরুর মাত্র তিন দিন বাকি থাকতে প্রথমবারের মত অনুশীলন করতে নামলো আগের আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স।
ব্যাট–বল হাতে স্কিল ট্রেনিং নয়, বরং শুরুতেই ম্যাচ আবহে অনুশীলন সিলেটের। জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত এবারও আছেন সিলেটের ডেরায়। তবে মাশরাফীকে অধিনায়ক ধরেই পরিকল্পনা সাজানোর কথা বললেন প্রধান কোচ।
মঙ্গলবার ম্যাচ আবহে অনুশিলন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। অধিনায়কের নাম ঘোষণা করেনি তারাও। তবে বিপিএলের শিরোপা ছুঁয়ে দেখতে চান তরুণ ওপেনার তানজিদ তামিম।
প্রথমবারের মত বিপিএলের প্রস্তুতিতে নিজেদের মধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকা। সেখানে নুরুল হাসানের অপরাজিত ৬৯ রানের সুবাদে রংপুর রাইডার্স ১৪ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে।
আল / দীপ্ত সংবাদ