জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার (২২ মার্চ)। এরইমধ্যে টুর্নামেন্টটির আংশিক সূচিও ঘোষণা করা হয়েছে।
সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।এবারের আইপিএলে চারটি প্লে–অফসহ মোট ম্যাচ হবে ৭৪টি।
আরও পড়ুন: আইপিএল খেলতে চেন্নাইয়ের পথে মুস্তাফিজ
প্রথম ১৫ দিনের আইপিএল সূচি :
১. চেন্নাই বনাম আরসিবি– ২২ মার্চ (চেন্নাই, রাত সাড়ে ৮টা)।
২. পাঞ্জাব বনাম দিল্লি– ২৩ মার্চ (মোহালি, বিকেল ৪টা)।
৩. কলকাতা বনাম হায়দরাবাদ– ২৩ মার্চ (কলকাতা, ৮টা)।
৪. রাজস্থান বনাম লখনৌ– ২৪ মার্চ (জয়পুর, বিকেল ৪টা)।
৫. গুজরাট বনাম মুম্বাই– ২৪ মার্চ (আহমেদাবাদ, রাত ৮টা)।
৬. আরসিবি বনাম পাঞ্জাব– ২৫ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।
৭. চেন্নাই বনাম গুজরাট– ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।
৮. হায়দরাবাদ বনাম মুম্বাই– ২৭ মার্চ (হায়দরাবাদ, রাত ৮টা)।
৯. রাজস্থান বনাম দিল্লি– ২৮ মার্চ (জয়পুর, রাত ৮টা)।
১০. আরসিবি বনাম কলকাতা– ২৯ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১১. লখনৌ বনাম পাঞ্জাব– ৩০ মার্চ (লখনৌ, রাত ৮টা)।
১২. গুজরাট বনাম হায়দরাবাদ– ৩১ মার্চ (আহমেদাবাদ, বিকেল ৪টা)।
১৩. দিল্লি বনাম চেন্নাই– ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৪. মুম্বাই বনাম রাজস্থান– ১ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।
১৫. আরসিবি বনাম লখনৌ– ২ এপ্রিল (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১৬. দিল্লি বনাম কলকাতা– ৩ এপ্রিল (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৭. গুজরাট বনাম পাঞ্জাব– ৪ এপ্রিল (আহমেদাবাদ, রাত ৮টা)।
১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই– ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।
১৯. রাজস্থান বনাম আরসিবি– ৬ এপ্রিল (জয়পুর, রাত ৮টা)।
২০. মুম্বাই বনাম দিল্লি– ৭ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।
২১. লখনৌ বনাম গুজরাট– ৭ এপ্রিল (লখনৌ, রাত ৮টা)।
এজে/দীপ্ত সংবাদ