পাঁচ বছর পর আগামীকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার।
তিনি বলেন, আমাদের মাঠ প্রস্তুত, আগামী দিন জনসভায় ব্যাপক সমাগম ঘটানো হবে। আমরা ১০ লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি, আশা করি তার থেকেও অধিক লোকের জনসমাগম বরিশাল শহরে হবে।
দলীয় সভাপতির সফর সফল করতে, দফায় দফায় চলছে প্রস্তুতি সভা। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা।
জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
বরিশালের পর গোপালগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় যাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এসএ/দীপ্ত নিউজ