তাপমাত্রা কিছুটা উঠা নামা করলেও কুড়িগ্রামে কমেনি শীতের তীব্রতা । শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
এ অবস্থায় জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, রবিবার সকাল ৬ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়া।
গত ২ সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ১১ ডিগ্রী থেকে ১৪ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য্য উত্তাপ ছড়াতে না পারায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কাহিল হয়েছে পড়েছে নদ–নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের কয়েক লাখ মানুষ। শীত ও ঠান্ডার সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা। আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্কারা।
এর মধ্যে ডায়রিয়া, নিউমোনিয়া,শ্বাসকষ্ট ও সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
গত ১ সপ্তাহে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে প্রায় ৪শ রোগী। এদের সিংহ ভাগই শিশু। বর্তমানে হাসপাতালেন ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ৫৭ জন ডায়রিয়া রোগী।
আল / দীপ্ত সংবাদ