শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও কানাডা। এই বোম্ব সাইক্লোনে দেশ দুটিতে অন্তত ৩৮ জন মারা গেছে।
বোম্ব সাইক্লোন হিসেবে পরিচিত তীব্র শীতকালীন তুষারঝড়ে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী তুষারপাত হচ্ছে। গাছপালা, ঘরবাড়ি, রাস্তাঘাটের ওপর পুরু বরফ জমেছে। চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্টানা অঙ্গরাজ্য আর নিউইয়র্কের বাফেলো শহর। মন্টানার তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। খারাপ আবহাওয়ার কারণে বাতিল ও স্থগিত করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। বিপাকে পড়েছেন যাত্রীরা।
যাত্রীরা বলেন “আমার ফ্লাইট পৌঁছাতে কিছুটা দেরি করেছে, এই পরিস্থিতিতে এরকম হতেই পারে। তবে অন্যদের মতো এত সমস্যায় পড়িনি।”
এদিকে, বোম্ব সাইক্লোনের কারণে কানাডার ওন্টারিও থেকে কিউবেক পর্যন্ত ভারী তুষারপাত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ীর বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এই ঝড়ের কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডায় কয়েক লাখ মানুষ।