নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষণ মামলার আসামী হাসান আলীকে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেলে র্যাব–৫, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এবং র্যাব–১৪, সিপিসি–১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার আশিক উজ্জামানের যৌথ অভিযানে হাসান আলীকে আটক করা হয়েছে।
আসামি হাসান আলী (৪২), পোরশা উপজেলার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায় যে, চলতি মাসের ১২তারিখ দুপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী ভিকটিম শিশু বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। আসামী হাসান আলী প্রতিবেশী হওয়ায় আসামীও পুকুরে গোসল করতে যায় এবং বিকৃত রুচির মানুষ হওয়ায় হাসান আলী পুকুরে ভিকটিম শিশুকে একা পেয়ে পুকুর ঘাটেই ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দিন রাতেই ভিকটিমের পিতা বাদী হয়ে পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামী এলাকা ছেড়ে পালিয়ে যায়। র্যাব–৫, সিপিসি–৩ মামলা রুজুর পর থেকেই আসামীকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে পরবর্তীতে আসামী পালিয়ে জামালপুর অবস্থান নিলে র্যাব–১৪, সিপিসি–১ এর ১২ঘন্টার একটি অভিযান শেষে বিকৃত রুচির আসামী হাসান আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মঙ্গলবার সকালে নওগাঁ জেলার পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাব–৫, জয়পুরহাট ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম।
শায়লা/দীপ্ত নিউজ