তিনবার নির্বাচিত হয়েও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত পাননি জায়েদ খান। ঢাকাই সিনেমার এই চিত্রনায়ক খুব অবাক হয়েছেন সমিতির পক্ষ দাওয়াতপত্র না পেয়ে।
শনিবার (২ মার্চ) দুপুরে সংবাদ মাধ্যমকে জায়েদ খান বলেন, আমি তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে বর্তমান কমিটি।
আরও পড়ুন: জায়েদ খানের বিয়ের খবরে নারী ভক্তদের কান্নাকাটি!
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমান কমিটি গত দুই বছর ধরে তেমন কোনো কাজ করেনি। শুধুমাত্র একটা পিকনিক আয়োজন করেছে। আয়োজিত এই পিকনিকে আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি। কার্ড পাঠাতে পারত। তারা তাদের কাজকর্মে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
উল্লেখ্য, ২ মার্চ (শনিবার) ঢাকার অদূরে বিরুলিয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক আয়োজন করেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হবে আগামী ১৯ এপ্রিল। এ উপলক্ষে আগামী ৩০ মার্চ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। প্রাথমিক ভোটার তালিকার প্রকাশ আগামী ২৪ মার্চ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী ২৮ মার্চ।
এসএ/দীপ্ত সংবাদ