সেলিম আল দীনের ”স্বর্ণবোয়াল” ঢাকার মঞ্চে এনেছে থিয়েট্রেক্স বাংলাদেশ। এ অনুষ্ঠানে সহযোগিতা করেছে ব্রিটিশ কাউন্সিল ও মঙ্গলদীপ ফাউন্ডেশন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়।
স্বর্ণবোয়াল–এর প্রধান চরিত্র মাছ। চকচকে সোনার রঙের চিরলি গাঙের বিশাল মাছ এই ‘স্বর্ণবোয়াল‘ । বাবার কাছে এর গল্প শুনে তিরমনের ভেতরে এটি শিকারের নেশা জাগে। একদিন এটি শিকারে বের হন তিনি। প্রচণ্ড লড়াইয়ের পর বোয়ালটিকে নদীর তীরে টেনে আনতে পারলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারলেন না। অজেয়ই থেকে যায় এই মাছ।
‘স্বর্ণবোয়াল’ নিয়ে নিয়মিত মহড়া করেছেন আসাদুজ্জামান নূর। শরীর কিঞ্চিৎ অসুস্থ, তারপরও মঞ্চের প্রতি ভালোবাসার টানে হাজির হন তিনি। এটি তাঁর কাছে অন্য রকম এক অভিজ্ঞতা।
তিনি বলেন, লোককাহিনি থেকে উপাদান সংগ্রহ করে লোকজ বিষয়বস্তু নিয়ে কাব্যিক ভাষায় লেখা এ নাটক। যেখানে ঘুরেফিরে খাদ্য বা স্বপ্নের জন্য মানুষের জীবনের সংগ্রাম কাব্যিক রূপে এসেছে। রূপকের আড়ালে মানুষের জীবনভর সাধনা–সংগ্রামের গল্প বলেছেন এই নাট্যকার। যে গল্পে জন্ম হওয়ার পরই মানুষ জীবনভর এমন এক স্বর্ণবোয়ালের পেছনে ছুটেই জীবন সায়াহ্নে পৌঁছায়।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য–স্নাতকদের নিয়ে গড়ে উঠেছিল ‘থিয়েট্রেক্স বাংলাদেশ’। এক দশক উদযাপনের মুহূর্তে তাদের এবারের নিবেদন সেলিম আল দীনের এই নাটক। ১১৭ জন মঞ্চে অংশ নিয়েছেন। নাটকের শুরুতে ছিলেন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, শেষে ওয়াহীদা মল্লিক।
যূথী/দীপ্ত সংবাদ