শুদ্ধ সংস্কৃতি চর্চার লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে শুরু হলো গণজাগরনের নৃত্য উৎসব। ৬ দিনব্যাপী এ আয়োজনের পর্দা উঠেছে রবিবার (২২ অক্টোবর)। বিভাগ ও জেলা পর্যায় এবং দেশের বাইরেরসহ ৭৫টি দল এ উৎসবে অংশ নিচ্ছে।
নাচের মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দেয়া এবং নাচের দলগুলোকে পৃষ্ঠপোষকতা করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘গণজাগরনের নৃত্য উৎসব‘। ৬ দিনব্যাপী জমজমাট এ আয়োজনের পর্দা উঠলো রবিবার।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে সূচনা হয় উৎসবটির। প্রথম দিনের পরিবেশনায় অংশ নেয় ৯টি নৃত্যদল।
ফিলিস্তিনের গাজায় শিশুদের মর্মান্তিক মৃত্যু আর নির্মম নির্যাতনের বিপরীতে সুন্দর পৃথিবী গড়া ও শিশুদের নিরাপদে বেড়ে উঠার প্রত্যাশায় যুদ্ধবিরোধী নৃত্য পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন।
একে একে পরিবেশিত হয় ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি‘, খন্ডনৃত্য ‘প্রিয় বাংলাদেশ‘, ‘ষড়ঋতু‘, ‘আমাদের বাংলাদেশ‘সহ নানা পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন শিল্পীরা।
উৎসবে প্রতিদিন ৮ থেকে ৯ টি নৃত্যদলের পরিবেশনা থাকছে।
আল/ দীপ্ত সংবাদ