ইসলামী ছাত্রশিবিরকে হারাতে হলে কিউট–সুইট ধরনের ব্যক্তিত্ব থাকতে হবে বলে মন্তব্য করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা গালিব।
শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি।
তার ফেসবুক পোস্টটি দীপ্ত নিউজের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো:
চাকসুতে ২৬ টি পদের মধ্যে ২৪ টি শিবিরের প্যানেল পাইছে আর রাকসুতে ২৩ এর মধ্যে ২০। ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু – সব মিলায়ে পাইছে শুধু একটা এজিএস।
এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীদের একচেটিয়া সাপোর্ট পাইতেছে শিবির – এইটা এক নতুন বাংলাদেশের গল্প বলতেছে।
অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেচামেচি করা পুরাতন রাজনৈতিক স্টাইল দিয়া আর রাজনীতি করা যাবে না।
শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে, ছাত্রদের অধিকার নিয়া কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান কিউট সুইট টাইপের হইতে হবে। গুণ্ডা গুণ্ডা ভাব থাকলে আর হবে না।
এমন এক বাংলাদেশই তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে।