সুখবর দিলেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা ও বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। খুব শিগগিরই বাবা–মা হতে চলেছেন এ তারকা দম্পতি।
সোমবার (২৫ আগস্ট) পরিণীতি ও রাঘব তাদের ইনস্টাগ্রাম একাউন্টে একটি কেকের ছবি আপলোড করেছেন। কেকে আঁকা ছোট দুটি পা। পায়ের ওপর লেখা ১+১=৩।
ক্যাপশনে লিখা, আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদ ধন্য।
এদিকে, সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন থেকে জানা যায়, সুখবর জানার পর থেকেই স্ত্রীকে বেশি সময় দেয়া শুরু করেছেন রাঘব। যত্ন করছেন আরেকটু বেশি। হাজার ব্যস্ততার মাঝেও স্ত্রীকে নিয়ে প্রায়ই এখন সকালের সতেজ বাতাসে হাঁটেন রাঘব। সংসারে নতুন অতিথি আসার খবরে বেশ উচ্ছ্বসিত।
উল্লেখ্য, ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টি নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের ২ বছর পর তাদের সংসারে আসচ্ছে নতুন অতিথি।
এসএ