দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে আমেরিকান চেইন হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্’। পাহাড় ও সাগরের অনিন্দ্যসুন্দর মিলনস্থল হিমছড়িতে গড়ে তোলা হয়েছে এই চার তারকা মানের আন্তর্জাতিক হোটেলটি।
হোটেলের অবস্থান এমন এক অনন্য পরিবেশে, যেখানে একদিকে হাত বাড়ালেই পাহাড়ের সবুজ হাতছানি। অন্যদিকে কয়েক কদম দূরেই বিশাল সমুদ্রের গর্জন। হোটেলের রুফটপে রয়েছে মনোমুগ্ধকর ইনফিনিটি সুইমিং পুল। যেখান থেকে একসঙ্গে উপভোগ করা যাবে পাহাড়ের নির্জনতা ও সাগরের উত্তাল ঢেউ।
আন্তর্জাতিক মান বজায় রেখে নান্দনিক স্থাপত্যশৈলীতে হোটেলটি নির্মাণ করেছে দেশের অন্যতম শীর্ষ পর্যটন হোটেল নির্মাণ প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস্ গ্রুপ। বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণ ও পরিচালনা কনসালট্যান্ট প্রতিষ্ঠান এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে।
বাংলাদেশে এটি প্রথম সুদবিহীন হালাল আয়ের আন্তর্জাতিক মানের হোটেল, যেখানে প্রবাসীসহ দেশি বিনিয়োগকারীরা সাব–কবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে মালিকানা লাভ করে আজীবন হালাল আয় উপার্জনের সুযোগ পাচ্ছেন।
বর্তমানে হোটেলটিতে ট্রায়াল ও বুকিং কার্যক্রম চলছে। শিগগিরই অনুষ্ঠিত হবে এর আনুষ্ঠানিক উদ্বোধন। আগ্রহীদের জন্য এখনই সুযোগ—উদ্বোধনের আগেই ঘুরে এসে উপভোগ করার কক্সবাজারের পাহাড় ও সাগরের মিলনমেলা, আমেরিকান চেইন বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্–এর আতিথেয়তায়।
গোল্ডস্যান্ডস্ গ্রুপ
করপোরেট হেড অফিস: নাসা হাইটস, গুলশান–১, ঢাকা
ফোন: ০১৮৭৭ ৭১৫৩৩৩