শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি: সালাহউদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, খুব শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে নামার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিল ঘোষণার পর।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকলেও নিয়মতান্ত্রিকভাবে বাছাই প্রক্রিয়া চলছে। অনেক আসনে ১০১২ জন পর্যন্ত আগ্রহী প্রার্থী রয়েছে।

নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে নাযা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে।নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।”

 

তিনি আরও বলেন, “গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।”

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More