বিজ্ঞাপন
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

শিক্ষা উপকরণ বিতরণে গিনেস রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

`জুলাইয়ের রক্তে লিখি শিক্ষার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাচ্ছে কাগজবাড়ি নামে একটি প্রতিষ্ঠান। এই বিশ্ব রেকর্ড অর্জনে ১২ ঘণ্টায় দেশব্যাপী ১৫০০ স্কুলে সাড়ে ৪ লাখ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে এক মাসের শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ক্যাম্পেইনের আহ্বায়ক ও কাগজবাড়ির পরিচালক জাহিদ আনোয়ার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্রজনতার আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। এই আত্মত্যাগ জাতীয় ইতিহাসে অমর হয়ে থাকবে। চব্বিশের এই বিপ্লব দেশের ইতিহাসে একটি বাঁক বদলের সময়। দেশের সাহসী তরুণসমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়েছিল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এবং অধিকারের পক্ষে।’

জাহিদ আনোয়ার বলেন, ‘কোটা সংস্কার নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ও বৈষম্যের প্রতিবাদে আন্দোলনটা শুরু করেছিল সাধারণ শিক্ষার্থীরাই। আর সেই শিক্ষার্থীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ‘কাগজবাড়ি’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে; যা জুলাই ও নতুন বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও একবার অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের রক্তে লিখি শিক্ষার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এই মহতি উদ্যোগ হাতে নিয়েছি। এই বিশ্বরেকর্ড অর্জনে ১২ ঘণ্টায় দেশব্যাপী ১৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে এক মাসের শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। যার ওজন প্রায় ৬০ হাজার কেজি।’

এই উদ্যোগের উদ্দেশ্য কেবল বিশ্ব রেকর্ড নয়এটি একটি শিক্ষাআন্দোলন উল্লেখ করে জাহিদ আনোয়ার বলেন, ‘আমাদের এই মহতি উদ্যোগকে সফল করতে সমাজের সব শেণির পেশার মানুষকে পাশে চাই। সেই সঙ্গে মহান এই উদ্যোগকে বাস্তবায়ন করতে সরকারিবেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, গ্রুপ অব কোম্পানি, এনজিও, নাগরিক সমাজসহ বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সদস্য ও সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টসিজিডি’র নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম এবং গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওমর ফারুক। সম্মেলনে উপস্থিত ছিলেন ‘কাগজবাড়ি’র ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবির কৌশিক, পরিচালক মো. শাহ আলম ও একে সালমানসহ কাগজবাড়ির টিমের সদস্যরা।

এর আগে ২০২২ সালের ২২ মে ভারতের গুজরাটের ‘গোকুলধাম নার’ নামে একটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের ‘হেলপিং হ্যান্ডস ফর হিউম্যানিটি ভার্জিনিয়া’ যৌথভাবে এই বিশ্ব রেকর্ড করেছিল। তারা ২৪ ঘণ্টায় গুজরাটের আনন্দ জেলার ১০১৯টি স্কুলে ৪ লাখের বেশি নোটবুক (খাতা) বিতরণ করেছিল, যার ওজন ছিল ৫৬,৫০৫.৪০ কেজি।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More