শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

‘শিক্ষার আধুনিকায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কারের কাজ করছে’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, একইসাথে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে। দেশবিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত বিভিন্ন কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাইস চ্যান্সেলর বলেন, সিলেবাস সংস্কারের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং শিল্প ও প্রতিষ্ঠানের চাহিদা গুরুত্ব দেয়া হচ্ছে। যাতে শিক্ষা জীবন শেষে দ্রুত সময়ের মধ্যে চাকরি অথবা উদ্যোক্তা হিসেবে নিজেদের কর্মজীবন শুরু করতে পারে দেশের লাখ লাখ তরুণতরুণী। দীর্ঘসময় তাদের বেকার থাকতে না হয়। সিলেবাস সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের পরামর্শ ও মতামত সম্মানের সাথে গ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, বিভিন্ন কারিগরি ও প্রফেশনাল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান উৎসাহিত করছে জাতীয় বিশ্বিবদ্যালয়। এদের দ্রুত চাকরি প্রদানের লক্ষ্যে চাকরিদাতা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রামের মত ব্যবসায়িক গুরুত্বপূর্ণ জেলায় প্রফেশনাল ট্রেইনিং ইনস্টিটিউট নেই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম। তাই বিভিন্ন প্রফেশনাল বিষয়ে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে নতুন নতুন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান জানান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি আরও বলেন, কলেজ পরিচালনা পর্ষদ গঠনে পরিবর্তন আনা হচ্ছে। এক্ষেত্রে কলেজ অধ্যক্ষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুল মালেকের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা বিভিন্ন কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণ নানা সমস্যার কথা তুলে ধরেন।

 

কামরুল/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More