সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোটরসাইকেলে লেগুনার ধাক্কা লাগাকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারী এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ ১০ জন আহত হয়েছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হলে অন্তত ২শ দোকান ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ আইন–শৃঙ্খলা রক্ষা বাহিনী শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠায়।
এদিকে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে পরিস্থিতি থমথমে রয়েছে। তবে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারী এলাকায় দোকানপাট খুলতে শুরু করেছে। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কুমকুমারী রাস্তার মোড় ও চারাবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এমি/দীপ্ত