সোমবার, আগস্ট ২৫, ২০২৫
সোমবার, আগস্ট ২৫, ২০২৫

“শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়”

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি ও একাধিক ভাষায় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এর অংশ হিসেবে স্নাতক, স্নাতকসম্মান ও স্নাতকোত্তর শ্রেণির সিলেবাস সংস্কার এবং আইসিটি ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ২০২৪২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

গ্রামীণফোনসহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। রাজধানী লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত এ কর্মসূচিতে ভার্চুয়ালি সারা দেশের ৯ শতাধিক কলেজ যুক্ত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সততা ও সাহসিকতার সবচেয়ে বড় উদাহরণ জুলাইআগস্ট গণঅভ্যুত্থান। শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের পরিবার মনে করে সেইভাবে সবার সাথে ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, বর্তমান জীবনযাত্রায় তথ্যপ্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। তবে সাইবার বুলিং থেকে নিজেকে নিরাপদ রাখতে সচেতন থাকতে হবে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি মিসেস রানা ফ্লাওয়ার্স বলেন, “আজ থেকে শুরু হলো ইউনিসেফ ও ন্যাশনাল ইউনিভার্সিটি যৌথ উদ্যোগ। গর্বিত অংশীদার হিসেবে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ তরুণদের এমন দক্ষতা, যোগাযোগ ও সুযোগ প্রদানে, যা তাদের সফলভাবে কর্মক্ষেত্রে প্রবেশে সহায়তা করবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইসচ্যান্সেলর বলেন, দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সএআই ও ডেটা সায়েন্সএর উপর প্রশিক্ষণ দেয়া হবে। এজন্য দেশবিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, অধিভুক্ত কলেজে ক্যারিয়ার ক্লাব গঠন এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ও সাইবার সিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব অর্থায়নে প্রথম পর্যায়ে ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ পাবে ছাত্ররা। শিক্ষার গুণগত মান উন্নয়নে পরীক্ষা পদ্ধতি সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। যার ফলে আশা করা যায় ২০২৬ সালের মধ্যে সেশন জট ৭০/৮০ শতাংশ কমে আসবে।

প্রফেসর আমানুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শহিদ শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বজনদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ করে দেয়া হয়েছে। জুলাই শহিদদের স্মরণে কলেজ শিক্ষার্থীদের বৃত্তিও প্রদান করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে সাইবার সেফটি গেমসউদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ দপ্তর পরিচালক মোছা. সালমা পারভীন পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী এবং ভোট অফ থ্যাঙ্কসজানান লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রো ভাইসচ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, বিভিন্ন দপ্তর পরিচালক ও কলেজ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে লালমাটিয়া সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

কামরুল/আদিব/এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More