পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে চলমান আন্দোলনে বিএনপি নৈতিকভাবে সমর্থন করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এ অবস্থানের কথা জানান মহাসচিব।
শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীরা আন্দোলন করছেন। তাদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে মহাসচিব আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক মনে করে বিএনপি। চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকলে মেধার বিকাশ ঘটে না। সে কারণেই দেশে ‘মেধা শূন্যতা’ দেখা দিয়েছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমাতে চায় সরকার। শিক্ষর্থীদের এই দাবি যৌক্তিক। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্রসমাজের যৌক্তিক দাবি দমনের চেষ্টা ব্যর্থ হবে।
মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ নেতারা) যা বলছেন তা অযৌক্তিক। আন্দোলনে বিএনপির উস্কানি দেওয়ার কোনো প্রশ্নই উঠে না এবং বিএনপি আন্দোলনকারীদের ওপর নির্ভর করছে না। দায়িত্বশীল দল হিসেবে দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে বিএনপি অবশ্যই প্রতিক্রিয়া জানাবে।
বিএনপির আগামী দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আগামী সোমবার আমাদের স্থায়ী কমিটির বৈঠক রয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ