বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নীরব বনে হঠাৎ ভেসে আসে আহত এক বানরের এক করুণ আর্তনাদ। হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়ে মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা করছিলো প্রাণীটি। ব্যথায় তার পা রক্তাক্ত, চোখে আতঙ্ক, মুখে কেবল বাঁচার আকুতি। অবশেষে বন বিভাগের টহলদল এগিয়ে এসে প্রাণটি রক্ষা করে ফিরিয়ে দেয় তার প্রিয় আবাসে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঘাগড়ামারি ফুলতলি খালসংলগ্ন এলাকা থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগ।
প্যারালাল লাইন সার্চিং পদ্ধতিতে নিয়মিত ফুট প্যাট্রোলিংয়ের অংশ হিসেবে টহল দিচ্ছিলেন বনরক্ষীরা। হঠাৎ তারা শুনতে পান এক অস্বাভাবিক চিৎকার। শব্দের উৎস অনুসন্ধান করে এগিয়ে গিয়ে দেখতে পান হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়েছে একটি বানর। বনরক্ষীরা দ্রুত ফাঁদ কেটে বানরটিকে উদ্ধার করে। এসময় প্রাথমিক চিকিৎসার পর ধীরে ধীরে সেরে ওঠে প্রাণীটি। এ সময় বনরক্ষীরা হরিণ শিকারীদের পেতে রাখা ১০টি সিটকা ফাঁদ জব্দ করেন।
বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনে হরিণ ধরার জন্য পাতা ফাঁদে অনেক সময় অন্যান্য প্রাণীও আটকা পড়ে মারা যায়। আমরা নিয়মিত টহল চালিয়ে এসব ফাঁদ উদ্ধার করছি। এভাবে উদ্ধার না করলে শত শত হরিণ ও অন্যান্য বন্যপ্রাণী শিকার হতো, এটাই বাস্তব সত্য।
তিনি আরও বলেন, সুন্দরবন রক্ষায় স্থানীয়দের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা হরিণের মাংস কেনেন বা শিকারীদের আশ্রয় দেন, তারাও পরোক্ষভাবে এই অপরাধে জড়িত হচ্ছেন। আমরা সবাই যদি একসঙ্গে সচেতন হই, তাহলে রক্ষা পাবে এই অরণ্যের প্রাণ, রক্ষা পাবে আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন।
মামুন