নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক কৃষককে শিকলবন্দী করে নির্যাতনের হোতাকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে মূলহোতা আব্দুল আজিজকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক আব্দুল আজিজ হলেন গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। অপরদিকে শিকলবন্দী কৃষক আসাদ আলী হলেন পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ইশ্বরপুর গ্রামের মৃত হযরত প্রামানিক ছেলে। এ ঘটনায় কৃষককের স্ত্রী গুরুদাসপুর থানায় তার স্বামীর ওপর নির্যাতনের মামলা দায়ের করেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সুদের টাকা না দেয়ায় কৃষক আসাদ আলীকে ধরে নিয়ে নিজ বাড়িতে আসে সুদ ব্যবসায়ী আব্দুল আজিজ। পরে নিজ বাড়ির বারান্দায় শিকলবন্দী করে রাখেন তিনি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোনোয়ারুজ্জামান জানান, মধ্যযুগের কায়দায় এক ব্যক্তিকে নির্যাতনের ঘটনা জানার পর শনিবার সন্ধ্যার দিকে সেখানে পুলিশ পাঠানো হয়। কিন্তু বাড়ির সকলে পালিয়ে যায়। রবিবার ভোরে মুলহোতা আব্দুল আজিজকে নিজ বাড়ি থেকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নাটোর গুরুদাসপুর থানা ওসি মো. মোনোয়ারুজ্জামান, একটি নিউজ পোর্টালে একটি সংবাদ দেখি মধ্যযুগীয় কায়দায় বেধে রাখে। দেখা মাত্র সেখানে পুলিশ পাঠানো হয়। সে সময় আসামি পলাতক থাকে তাই আটক করা সম্ভব হয়নি। পরে আমরা দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করি।
সাহেদুল আলম/শায়লা/দীপ্ত নিউজ