প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। দুপুরে সিলেটে পৌঁছে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে, নির্বাচনী প্রচার শুরু করতে বিমান যোগে সিলেট পৌঁছান শেখ হাসিনা। বিকেলে নগরের সরকারি আলিয়া মাদরাসার মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন আওয়ামী লীগ সভাপতি।
বেলা ১২টার কিছু পরে সিলেটে হযরত শাহজালাল রহঃ এর রওজা প্রাঙ্গনে আসেন আওয়ামী লীগ প্রধান। ছোটবোন রেহানাকে সঙ্গে নিয়ে মাজারের নির্ধারিত নারী আসনে প্রবেশ করেন তিনি। মাজার প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা গেছে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের।
দোয়া মোনাজাতসহ ইবাদাতের নানা অনুষঙ্গ শেষ করে প্রায় ২০ মিনিট পর বের হন সরকারপ্রধান। কথা বলেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে।
সরকার প্রধান জানান, নৌকা মার্কাকে জনগণন বিজয়ী করলে অসমাপ্ত উন্নয়ন পূর্ণ করতে পারবেন তিনি।
বক্তব্য ট্রেনে অগ্নিসংযোগসহ চলা বিভিন্ন দুর্বৃত্তায়নের সমালোচনা করেন সরকারপ্রধান। তিনি বলেন, এমন সন্ত্রাসী কার্যক্রম মেনে নেয়া হবে না।
মানুষ পুড়িয়ে মারার মত কাজ যারা করে তাদের জনগণই উৎখাত করবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এসএ/দীপ্ত নিউজ