ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। সম্মেলনের শুরুতেই, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে হত্যার শিকার বিএনপি ও ছাত্র জনতার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথি বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ভোটের অধিকার ফিরে পেতে গিয়ে ৫ হাজারের বেশি সহকর্মীকে জীবন দিতে হয়েছে। ৬০ লাখ নেতা–কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিন তিনটি প্রজন্মের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে। শার্শার বিএনপি কর্মীরা আওয়ামী লীগের হিংসাত্মক মামলায় ১৬ বছর ঘরবন্দী ছিল। নির্যাতনের ভয়ে বাইরের এলাকায় গিয়ে ভ্যান, রিকশা চালাতে হয়েছে। এরপরও আমরা প্রতিশোধ নেয়নি।‘
তিনি আরও বলেন, আগামীতে শার্শা উপজেলা বিএনপির নতুন কমিটি দায়িত্বশীলভাবে দেশ ও দলের জন্য কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
দীর্ঘ ১৫ বছর পর শার্শা উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে সারা উপজেলায় উৎসবের আমেজ ছিল। সোমবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে রঙ–বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে পৌঁছাতে থাকে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে।
সম্মেলনে শার্শা উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি হিসেবে আবুল হাসান জহীর, সাধারণ সম্পাদক হিসেবে নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক হিসেবে অ্যাড মোস্তফা কামান মিন্টু, আশরাফুল আলম বাবু ও সালাহ উদ্দিন আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।