বরিশাল–৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে অভিযোগ ওঠেছে। তবে শাম্মী আহমেদের দাবি তিনি বাংলাদেশের সংবিধান মেনে সবকিছু করেছেন। সংবিধান পরিপন্থী কোন কাজ কারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নেতারা জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বরিশাল–৪ আসনের প্রার্থী ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি একসঙ্গে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের নাগরিক।
নেতারা আরও জানান, অস্ট্রেলিয়ান ইলেকট্রোরাল কাউন্সিলের ওয়েবসাইট তথ্য মতে, ২৯ নভেম্বর যেদিন শাম্মী আহম্মেদ মেহেন্দিগঞ্জে মনোনয়ন পত্র জমা দেন তখনও তিনি অস্ট্রেলিয়ার ভোটার। যাহা প্রার্থী হিসেবে সংবিধানের ৬৬ ধারা এবং গনপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থী।
বিধি অনুযায়ী, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব সারেন্ডার করার কথা থাকলেও সেটি তিনি করেননি বলে জানা গেছে। আর তা যদি সত্যিই হয়, তার মনোনয়ন বাতিল হবার আশংকা রয়েছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বরিশাল ৪ আসনে নৌকার প্রার্থী ডক্টর শাম্মী আহমেদ জানান, আমি বাংলাদেশের সংবিধান ও আইন মেনে সবকিছু করেছি। সংবিধান পরিপন্থী কোন কাজ কারিনি। নির্বাচন কমিশন চাইলে বিষয়টি জানতে পারবে। এটা গোপনীয় ও কঠিন কোন ব্যাপার না।
অপরদিকে যারা এসব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
আরও পড়ুন: আ’লীগের মনোনয়ন পেলেন যে ২৪ নারী
মর্তুজা জুয়েল/মোরশেদ আলম/দীপ্ত নিউজ