৬৮
শামিত–ফাহমিদুলকে নিয়ে ২৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভারতের ম্যাচের আগে বাংলাদেশের ক্যাম্পে ডাক পেয়েছিলেন ফাহমেদুল। কিন্তু শেষ পর্যন্ত হাভিয়ের ক্যাবরেরার দলে জায়গা হয়নি ইতালি প্রবাসী এই ফুটবলারের। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য তাকে ডেকেছে বাফুফে। আজ সকালেই ঢাকায় পা রাখেন তিনি। দলে আছেন শামিত সোমও। তিনি আসবেন ৩১ মে। আর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ২ জুন ঢাকায় আসার কথা রয়েছে হামজা চৌধুরীর।
এদিকে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে স্বাগতিকরা।