দীর্ঘ জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ‘শাপলা কলি‘ প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানী আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব বলেন, নতুন করে ৩টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া হয়েছে। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি। তবে বাকি দুটি দলের প্রতীক এখনো চূড়ান্ত করা হয়নি।
তিনি আরও বলেন, বুধবার (৫ নভেম্বর) দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। ১২ নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে।
এসএ