অনেকেই পার্বত্য চুক্তি বাতিল করার উস্কানি দিচ্ছে অভিযোগ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহসভাপতি ঊষাতন তালুকদার বলেছেন, যদি চুক্তি বাতিল করতে হয়, তাহলে ৯৭ সালের পূর্বে আমাদের ফিরে যেতে হবে, যা কারোর জন্য সুখকর নয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি জেলা জনসংহতি সমিতির আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, যদি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নির্বাচনে জনসংহতি সমিতি অংশ নিবে। চুক্তি স্বাক্ষরের পর ২৮ বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু চুক্তি বাস্তবায়নে কোন সরকারিই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসেনি। চুক্তি যেমন করেছি, বাস্তবায়ন করেই ছাড়বো। পাঁচটি সরকার চলে গেলেও চুক্তির মৌলিক ধারাসহ দুই–তৃতীয়াংশ ধারা অবাস্তবায়িত রয়ে গেছে।
অনেকই বলেন, আমরা নাকি ভালো ভালো অস্ত্র জমা দিই নাই, আমি বলতে পারি আমরা একটিও বুলেট রেখে আসিনি। এখন যে পাহাড়ে অস্ত্র ও চাঁদাবাজি হচ্ছে এর দায় সরকারের। চুক্তি পরবর্তী যেসব সশস্ত্র সংগঠন গড়ে উঠেছে, তার দায়ভার সরকারের।
রাঙামাটি জেলা জনসংহতি সমিতির সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রুমেল চাকমা ও জেলা জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক সুর্নিমল দেওয়ান।
সমাবেশের পূর্বে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে পাহাড়ি অধিবাসীরা সমাবেশে যোগ দেই।
মিশু দে/এজে/দীপ্ত সংবাদ