আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাসের দলে জায়গা হায়নি জাকের আলী অনিক ও নাজমুল হোসেন শান্তর।
অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, তার ডেপুটি হিসেবে আছেন সাইফ হাসান।
বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল আরও এক দিন আগেই জমা দিয়ে দিয়েছে বিসিবি। তার এক দিন পর আজ ঘোষণা করেছে বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।