বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
বুধবার, অক্টোবর ২৯, ২০২৫

শাকিব-বুবলীর সব অধ্যায় পুরোপুরি শেষ!

দীর্ঘদিন ধরেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে দাম্পত্যকলহ চলছে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব স্পষ্টভাবে জানিয়েছেন বুবলীর সঙ্গে সব অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে তার।

শাকিব বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তার জীবন তার, আমার জীবন আমার। তবে সন্তানের কারণে আমাদের যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়। আমি আবারও বলছি, তার সঙ্গে অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে।

তিনি আরও বলেন, শেহজাদ এখনও অনেক ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন আমার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির (সন্তানের দেখভালের জন্য রাখা আয়া) সঙ্গে মা ও আসে। সন্তানের জন্য আমাদের দেখাসাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক। আমার বড় সন্তান আব্রাহাম এখন একা আসতে পারে। স্কুল বন্ধ থাকলে আমার সঙ্গে থাকে। আমরা একসঙ্গে সময় কাটাই। শেহজাদেরও যখন একা থাকার বয়স হবে, তখন সেও ন্যানিকে ছাড়াই একা একা আসবে। বাবার সঙ্গে থাকবে, ঘুরেবেড়াবে।

জানা গেছে, শাকিব খানের আসন্ন ‘প্রিয়তমা’ সিনেমায় বুবলীর অভিনয়ের কথা ছিল। এমনটাই জানিয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু বর্তমানে দেখা গেছে, এ সিনেমায় কাজ করবেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

 

এমি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More