শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের। ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা জানান, মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশে বিএনপি-জামাতের ঠাঁই হবে না।
শহীদ বুদ্ধিজীবী দিবসের ভোরে, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদও সেখানে পৌঁছান। প্রথমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রীও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নীরবে দাঁড়িয়ে থাকেন দু’জন। এসময় সশস্ত্র সালাম জানানো হয়।
দলের নেতাকর্মীদের নিয়ে, আওয়ামী লীগের পক্ষে শদীদদের প্রতি শ্রদ্ধা জানান, বঙ্গবন্ধু কন্যা।
এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার। শহীদবেদীতে ফুল দেন প্রধান বিচারপতি। এরপর একে একে শহীদ পরিবারের স্বজন, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের প্রতিহত করার ঘোষণা দেন, আওয়ামী লীগ নেতারা।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে, ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।