জুলাই গণঅভ্যূত্থানের প্রথম শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকী আজ ১৬ জুলাই। ২০২৪ সালের এদিন রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর পর দেশজুড়ে ছাত্র ও নাগরিক সমাজে প্রতিবাদের ঢেউ ওঠে এবং তা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের গুরুত্বপূর্ণ সূচনা করে।
শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকাল থেকেই তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাধারণ মানুষ ফুল নিয়ে হাজির হন। সেখানে কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণসভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে– কালো ব্যাজ ধারণ, শোকর্যালি, আলোচনা সভা এবং ‘আবু সাঈদ তোরণ’ ও ‘আবু সাঈদ স্মৃতি মিউজিয়াম’–এর উদ্বোধন।
শহীদ সাঈদের পরিবার জানায়, তার আত্মত্যাগের স্মরণে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে, যার মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিচার ও দোষীদের শাস্তির দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, শহীদ আবু সাঈদ মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি আদালতে এখনো তদন্তাধীন রয়েছে।
মাসউদ/এসএ