বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের জন্য আবেদন করেছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার শন টেইট। এছাড়া নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কলিমোরও আবেদন করেন।
এদিকে দেশীয়দের মধ্যে বোলিং কোচ হতে আবেদনপত্র জমা দিয়েছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের পেস বোলিং কোচ মাহবুবুল আলম ও ব্যাটিং কোচ হতে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তুষার ইমরান।
বিদেশি মধ্যে ব্যাটিং কোচ হতে আবেদন করেন স্টুয়ার্ট ল, শ্রীলঙ্কান থিলান সামারাবীরা ও ইংল্যান্ডের পল নিক্সন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং কোচের কাজটা করেছেন হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ ডেভিড হেম্প।
জানা গেছে, প্রথমে ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ দেবে বিসিবি। এরপর সহকারী কোচ, স্পিন কোচ, পারফরম্যান্স অ্যানালিস্ট এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেয়ার প্রক্রিয়া শুরু করবে।
বাংলাদেশ দলের কোচ নিয়োগের কমিটিতে রয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস, খালেদ মাহমুদ, নাঈমুর রহমান, বিসিবির হেড অব প্রোগ্রামস ডেভিড মুর ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) আবেদনকারীদের অনলাইনে সাক্ষাৎকার নেবে বিসিবি।
এজে/ আল / দীপ্ত সংবাদ