বাগেরহাট জেলার শরণখোলায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাল রায়েন্দা বান্দাঘাটা এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের শেখ মিলন (৪০) এবং পিরোজপুর জেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়ুব আলীর ছেলে মোস্তফা (৫৫)।
আহত শ্রমিকরা হলেন– রাসেল গাজী (৩০), বাবুল সওদাগার (৪৫), খোকন গাজী (৪২), সোহেল তালুকদার (৩০) ও জলিল হাওলাদার (৪৫)। অপর বালু শ্রমিকের নাম জানাতে পারেনি পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান বলেন, একদল শ্রমিক বান্দাঘাটা এলাকায় কার্গো থেকে ইট–বালু উত্তোলন করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে ২ জন শ্রমিক ঘটনাস্থলে নিহত এবং ৬ জন আহত হন।
ওসি আরও বলেন, আহতদের মধ্যে ৫জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনক অবস্থায় একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ