শব্দসচেতনতামূলক প্রশিক্ষণে অংশ নিলো ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশের সভাপতিত্ব প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (নাক, কান ও গলা) মোবারক হোসেন দুলাল, জেলা শিক্ষা অফিসার মো. শফি উল্লাহ, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনোয়ার হোসাইন পাটোয়ারী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।
স্বাগত বক্তব্যে শব্দ সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের শব্দের মানমাত্রা অতিক্রম করে শব্দ দূষণে শারীরিক কি কি ক্ষতি হতে পারে, স্বাভাবিক শব্দের মাত্রা কত হওয়া উচিত, কোথায় কোথায় হর্ণ বাজানো নিষেধ এবং শব্দদূষণের কারনে কি কি সাজা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়ায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরত্বারোপ করা হয়।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ