সাপ্তাহিক ছুটির দিনে পবিত্র শবে বরাত ঘিরে রাজধানীর কাওরান বাজারে গরু ও খাসির মাংসের দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। তবে চাহিদা বেশি থাকার সুযোগে বেড়েছে, গরু, মুরগি ও খাসি মাংসের দাম।
ভোক্তাদের দাবি, গরু ও খাসীর মাংসের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখা দরকার। শবে বরাত হওয়ায় বেশিরভাগ দোকানে ৭৮০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। যা গত শুক্রবার ছিল ৭৫০টাকা। খাসির মাংস ১২০০–১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বাজারে সংকট দেখা দিয়েছে ভোজ্যতেলের। বিক্রেতারা জানান, তেল কোম্পানির মালিকরা দাম বাড়ানোর আগে বাজারে এমন সংকট তৈরি করে।
স্বস্তি রয়েছে সবজির বাজারে। শীতকালীন সবজির সরবরাহ ভাল থাকায় দামও কম। ফুলকপি, টমেটো, শিম আলুসহ প্রায় প্রতিটিরই দাম স্থিতিশীল রয়েছে। আদা, রসুন ও পেঁয়াজের দাম নিয়েও অভিযোগ অনেকটাই কমেছে। রমজানকে কেন্দ্র করে বাজারে যেন উর্ধ্বগতি না থাকে সেজন্য তদারকির দাবি সাধারণ মানুষের।