শপথ নিয়েছেন শ্রীলঙ্কার বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানী কলম্বোতে উপনিবেশ আমলের প্রেসিডেন্ট সচিবালয়ে শপথ গ্রহণ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।
নির্বাচন কমিশন জানায়, প্রথম দফার ভোট গণনা শেষে বামপন্থি প্রার্থী কুমারা দিশানায়েকে সর্বোচ্চ ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছেন বর্তমান বিরোধীদলীয় নেতা সাজিদ প্রেমাদাসা।
শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রবিবার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশটির ১ কোটি ৭১ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭০ শতাংশ ভোটার।
শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন ৩৮ জন। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মাত্র ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন। তিনি ছয়বার দেশটির প্রধানমন্ত্রীর হাল ধরলেও প্রেসিডেন্ট নির্বাচনে একবারও জিততে পারেননি। রাষ্ট্রপ্রধানের পদে এ নিয়ে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। চরম অর্থনৈতিক সংকটের মুখে ২০২২ সালে দেশটিতে গণঅভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে ক্ষমতাচ্যুত হলে সরকার পরিচালনার দায়িত্ব পান বিক্রমাসিংহে। এর পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে।