শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ।
শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল সাড়ে ৬টায়।
এরইমধ্যে একাধিক ম্যাচ খেলে ফেলেছে কয়েকটি দল। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়নি এখনও। অবশ্য তাতে একদিক থেকে বেশ সুবিধাই হয়েছে টাইগারদের। উইকেটের আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে।
তিন ম্যাচের সিরিজ খেলার সুবাদে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা শান্তদের। তবে আছে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের দুঃসহ স্মৃতিও। এদিকে পেসার শরিফুলের চোটে কপালে ভাঁজ কোচ হাথুরুর। লংকা বধে তাই শরিফুলের পরিবর্তে হাসান মাহমুদকে খেলানোর পরিকল্পনা তাদের।
খারাপ সময় পেছনে ফেলার ইঙ্গিত দিচ্ছিলো শ্রীলঙ্কা। তবে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বড় হারে এখন তাদের লক্ষ্য আসরে নিজেদের সম্ভাবনা ধরে রাখা।
পরিসংখ্যানের পাল্লাও ভারি লঙ্কানদের। টি–টোয়েন্টি ফরম্যাটে তাদের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচে চার হারের সাথে, সব মিলিয়ে ১৬ ম্যাচে মাত্র ৫ বার জিতেছে বাংলাদেশ।
এসএ/দীপ্ত সংবাদ