দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষ) ঘাট থেকে ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ও ‘বার–আউলিয়া’ নামে দুটি জাহাজ সেন্টমার্টিন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
দেশের একমাত্র প্রবাল দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবার ভ্রমণ ব্যবস্থায় আনা হয়েছে কঠোর নিয়ন্ত্রণ। পর্যটকদের পালন করতে হবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জারি করা ১২ দফা নির্দেশনা।
এছাড়া সেন্টমার্টিন যেতে এখন থেকে পর্যটকদের অবশ্যই ‘ট্রাভেল পাস’ নিয়ে যেতে হবে।
যেভাবে ট্রাভেল পাস সংগ্রহ করবেন:
পর্যটকদের ট্রাভেল পাস সংগ্রহের জন্য আলাদা কোনো নিবন্ধন করতে হবে না। এটি মূলত জাহাজের টিকিটের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত থাকবে।
পর্যটকদের অবশ্যই ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ড‘ অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে জাহাজের টিকিট কিনতে হবে। এই অনলাইন টিকিটের সঙ্গেই ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে।
কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে। ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই কিউআর কোড পরীক্ষা করবেন।
এসএ
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 